গম্ভীরের পর KKR-এর মেন্টর কে? হতে পারে বড় ঘোষণা, জানুন বিস্তারিত

Oindrila Sen

Updated on:

গম্ভীরের পর KKR-এর মেন্টর কে? হতে পারে বড় ঘোষণা, জানুন বিস্তারিত

ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীরের মেয়াদ ২৬ জুলাই থেকে শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হয়েছে। তিনি এই পদে ২০২৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। আপাতত জাতীয় দলে গুরু দায়িত্ব সামলাচ্ছেন গৌতম গম্ভীর। এমন পরিস্থিতিতে তিনি আর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টরের ভূমিকা পালন করতে পারবেন না।

কাকে দেওয়া হতে পারে দায়িত্ব?

গম্ভীর দায়িত্ব নেওয়ার পর আইপিএল ২০২৪ এর চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এখন কেকেআরকে নতুন মেন্টর খুঁজতে হবে। কাকে দেওয়া হতে পারে এই দায়িত্ব? শোনা যাচ্ছে গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স দলের তৎকালীন এক সদস্যর নাম।

READ MORE:  India Vs England: ছুটি নেই! T20-র এবার ওয়ানডে সিরিজ খেলবেন টিম ইন্ডিয়ার ৫ প্লেয়ার | Team India Vs England ODI

দায়িত্ব গ্রহণ করবেন জ্যাক ক্যালিস?

রাহুল দ্রাবিড়কে পরামর্শদাতা হিসাবে গৌতম গম্ভীরের বিকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছিল, এমনটাও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে। তবে একটি প্রতিবেদনে দাবি করা হয় যে কেকেআর ম্যানেজমেন্ট এই পদের জন্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিসকে নিযুক্ত করতে পারে।

প্রধান কোচ হিসাবে ক্যালিসকে নিয়োগ করা হয়েছিল

কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন কালিস। খেলোয়াড় হিসেবে গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে দু’বার আইপিএল খেতাব জিতেছিলেন তিনি। এছাড়াও, কালিস ২০১৫ সালে কেকেআরের ব্যাটিং পরামর্শদাতাও ছিলেন এবং ট্রেভর বেলিস প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরে কেকেআরের নতুন প্রধান কোচ হিসাবে ক্যালিসকে নিয়োগ করা হয়েছিল।

READ MORE:  মোহনবাগানের ম্যাচ দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ, সবুজ মেরুন পতাকায় ঢাকল প্রবীণ সমর্থকের দেহ

KKR may appoint Jacques Kallis as mentor

একটি প্রতিবেদনে বলা হয়েছিল, গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেওয়ার পর কালিস কেকেআরের কোচিং সেটআপে ফিরতে পারেন। প্রতিবেদনে বলা হয়, তার নাম নিয়ে এখনো আলোচনা চলছে। যদিও কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

READ MORE:  India Vs England 5th T20: ফিরবেন শামি, বাদ ৫০ করা অলরাউন্ডার! শেষ T20-তে ভারতের একাদশে হতে পারে বড় বদল | Team India Possible XI In 5th T20