এখনই বিদায় নয় শীতের, ফের কমবে তাপমাত্রা, জানুন কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া

Oindrila Sen

Updated on:

Tomorrow’s Weather: সরস্বতী পুজোর আগেই শীত ‘ভ্যানিশ’! চালাতে হবে ফ্যান? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update

শ্বেতা মিত্র, কলকাতা: কিছুটা হলেও শীত যেন ইউটার্ন মেরে বাংলায় ফিরল বলে মনে হচ্ছে। সকাল হোক কিংবা সন্ধে, ঠান্ডাটা ফের যেন জাঁকিয়ে পড়ছে। মেঘলা আকাশ সরে আজ মঙ্গলবার থেকে ফের একবার রোদের দেখা মিলবে। সেইসঙ্গে শীতের অনুভূতি থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপটও যে জারি থাকবে সেটাও বুলেটিন জারি করে পরিষ্কার জানিয়ে দিয়েছে মৌসম ভবন। তবে তাপমাত্রার পতন স্বল্পস্থায়ী হবে কারণ মঙ্গলবার দেশের উত্তর-পশ্চিম সীমান্তে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা যা কিনা শীতকালীন ঠান্ডার জন্য পরিচিত শত্রু ফের একবার হানা দিতে চলেছে। আর এরই সঙ্গে বাংলা থেকে শীতকে বিদায় জানানোর কাউন্টডাউন শুরু হয়ে যাবে। যাইহোক, আজ মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের অধিকারিকরা জানাচ্ছেন, ‘পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত সপ্তাহে হাওয়ার ধরন বদলে গিয়েছিল। এখন আবার হাওয়ার ধরন পাল্টাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা হাওয়া খুব একটা সক্রিয় হবে না। উত্তর-পশ্চিম দিকের হাওয়া আবার ফিরে আসতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের এক আধিকারিক।’ যাইহোক, আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়ও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

READ MORE:  South Bengal Weather: খেল দেখাবে জোড়া ঘূর্ণাবর্ত, সরস্বতী পুজোয় বদলে যাবে আবহাওয়া! বৃষ্টি একাধিক জেলায় | Saraswati Puja Weather Rain Forecasting

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারের পর সামান্য তাপমাত্রা কমবে। এদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন বদল ঘটবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।  যাইহোক, নতুন পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে দক্ষিণবঙ্গে আরও একটি শৈত্যপ্রবাহ শুরু হবে। সব মিলিয়ে এই শীতেই এটাই হবে শেষ বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। তাপমাত্রার পতন আপাতত সামান্যই থাকবে।

READ MORE:  Weather Today: সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা, শীত কাটিয়ে এবার বৃষ্টির পালা! আজকের আবহাওয়া | Two Western Disturbance Active South Bengal Winter Update

বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির আশেপাশে নেমে যেতে পারে। ৬ ফেব্রুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। কিন্তু এর প্রভাব কেটে যাওয়ার পর কলকাতাকে আলিঙ্গন করবে আরেক দফা শীতলতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে নেমে যেতে পারে।