লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এক চুটকিতে স্মার্টফোন থেকে খালি হবে 7 জিবি স্টোরেজ, জেনে নিন কীভাবে

Published on:

সম্প্রতি iOS 18.3, iPadOS 18.3, ও macOS 15.3 রোলআউটের পর, Apple Intelligence এখন একাধিক মডেল ডিফল্ট হিসাবে চালু হয়েছে। Apple-এর এই লেটেস AI ফিচার আইফোনে মেসেজ সামারি, ইমেজ জেনারেশন সহ নানা সুবিধা নিয়ে এসেছে। নানা টুলস যুক্ত হওয়ার ফলে ডিভাইসে স্টোরেজের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে যেখানে আইফোনে মাইক্রো-এসডি কার্ডের সাপোর্ট নেই।

READ MORE:  পুরানো iPhone ব্যবহারকারীদের জন্য সুখবর, iOS 18.4 আপডেটের সাথে আসছে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার

কোম্পানির অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে জানা গিয়েছে যে iPhone, iPad এবং Mac জুড়ে অ্যাপল ইন্টেলিজেন্স ৭ জিবি পর্যন্ত স্টোরেজ দখল করে আছে। তবে খুশির খবর হল, যাদের স্টোরেজ কমে আসবে বা যারা AI ফিচার্স কাজে লাগছে না, তারা অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করার বিকল্প পাবেন।

একবার ডিজাবল করলেই স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। অ্যাপল ইন্টেলিজেন্স বন্ধ করতে, ব্যবহারকারীদের আইফোন বা আইপ্যাডের সেটিংসে বা ম্যাকের সিস্টেম সেটিংসে গিয়ে “অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিরি” বিভাগে ঢুকতে হবে। তারপর অ্যাপল ইন্টেলিজেন্স অফ করলেই কনফার্মেশন চলে আসবে। এরপর সিস্টেমটি এআই-সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি সরিয়ে ফেলবে।

READ MORE:  OnePlus 13T ফোনের ফার্স্ট লুক ফাঁস, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ থাকবে দুর্ধর্ষ ফিচার | OnePlus 13T First Look Images Leaked

ইমেজ প্লেগ্রাউন্ড, রাইটিং টুলস, জেনমোজি আর অ্যাক্সেস করা যাবে না। তবে অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করলেও ফটো অ্যাপে ক্লিক আপ ফিচার থেকে যেতে পারে। আবার যারা অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে বন্ধ করতে চান না, তাদের জন্য অ্যাপ সেটিংসে বেছে বেছে এআই ফিচার্স অফ করার সুযোগ দিচ্ছে কোম্পানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Infinix Hot 50 5G Price: ১০ হাজার টাকার কমে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৫জি ফোন, Infinix Hot 50 5G লোভনীয় অফারে কিনুন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.