একবার রিচার্জ করুন, সারা বছর আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করুন, Jio নিয়ে এল নতুন চমক

Oindrila Sen

Recharge once, enjoy unlimited 5G data for a whole year

নতুন বছর শুরুর আগেই রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে হাজির হয়েছে। এবার থেকে জিও গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যারা এখনো 5G ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বা টাকার অভাবে প্যাক রিচার্জ করতে পারছেন না তাদের জন্য এই অফারটি বিশেষভাবে লাভজনক।

Jio আনলিমিটেড 5G অফার

Jio প্রথমে ফ্রী 5G ইন্টারনেট পরিষেবা দিলেও বর্তমানে গ্রাহকদের কিছু শর্ত প্রদান করেছে। যারা মাসিক বা তিন মাসের রিচার্জ করেন তারা সাধারণত ২GB বা তার বেশি ডেটার প্লানে 5G ডেটা ব্যবহার করতে পারেন। তবে এবার জিওর তরফ থেকে আনলিমিটেড 5G ডাটা ব্যবহার করার জন্য বিশেষ একটি প্ল্যান চালু করা হয়েছে।

READ MORE:  Business Idea: মাসে ৫০ হাজার আয়, মাত্র ১০০০০ বিনিয়োগে শুরু করুন বর্তমানে সবথেকে চাহিদার ব্যবসা | All You Need to Know about Cloud Kitchen Business

Jio 5G ডেটা ভাউচার প্ল্যান

যারা দিনে ১GB বা ১.৫GB ডাটা প্যাক রিচার্জ করেন তাদের জন্য জিও 5G ডাটা ভাউচার একটি দুর্দান্ত প্ল্যান। এই ভাউচারটি রিচার্জ করলে সাধারণ রিচার্জের পাশাপাশি আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করার সুবিধা মিলবে।

Jio 601 প্ল্যানের সুবিধা 

রিলায়েন্স জিওর এই প্লানের মাধ্যমে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা মোট ১২ মাসের জন্য ১২ টি ভাউচার পাবেন। 
  • প্রতিটি ভাউচার এক্টিভেট করার সঙ্গে সঙ্গে আনলিমিটেড 5G ডেটা পরিষেবা চালু হয়ে যাবে।
  • MyJio অ্যাপ থেকে সহজেই এই প্লান রিচার্জ করা যাবে।
READ MORE:  ফেব্রুয়ারি মাসে স্কুল-কলেজে ছুটির বন্যা! ২৬ তারিখ পর্যন্ত লাগাতার বন্ধ, একনজরে দেখে নিন ছুটির তালিকা

এই প্ল্যানের অধীনে 5G ছাড়া অন্য কোন অতিরিক্ত সুবিধা না থাকলেও যাদের ইন্টারনেট ব্যবহার বেশি প্রয়োজন হয় তাদের জন্য এটি একটি লাভজনক প্ল্যান।

কেন এই অফারটি উপকারী?

যে সমস্ত গ্রাহক প্রচুর ডেটা ব্যবহার করেন এবং 5G পরিষেবা উপভোগ করতে চান তাদের জন্য জিওর এই নতুন প্ল্যান আদর্শ। ৬০১ টাকার বিনিময়ে প্রতি মাসে আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করার সুযোগ গ্রাহকদের জন্য বড় সুবিধা নিয়ে আসবে।

READ MORE:  Anganwadi Recruitment 2025: এইট পাসে চাকরি, ৪০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, জারি বিজ্ঞপ্তি | Ministry of Women and Child Development of India Job

কীভাবে রিচার্জ করবেন?

জিওর এই প্ল্যানটি রিচার্জ করার জন্য আপনি নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন-

  • MyJio app ডাউনলোড করুন,
  • অ্যাপটি খুলে প্ল্যান বিভাগে যান,
  • ₹601-এর 5G ডেটা ভাউচার প্ল্যান সিলেক্ট করুন,
  • পেমেন্ট সম্পন্ন করার পর প্ল্যানটি এক্টিভেট করুন।

জিওর আনলিমিটেড 5G অফার গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। নতুন বছরের আগেই এই অফার চালু হওয়ায় এখনই রিচার্জ করে উপভোগ করতে পারবেন এই পরিষেবা। তাই দেরি না করে আজই রিচার্জ করুন আর উপভোগ করুন আনলিমিটেড 5G ইন্টারনেট।