লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এইসব কৃষকরা পিএম কিষানের টাকা পাবে না! এখনই লিস্ট দেখে নিন

Published on:

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojana) যোজনার ২০ তম কিস্তি টাকা খুব শীঘ্রই ব্যাংকে ঢুকতে চলেছে। কিন্তু সামান্য অসাবধানতা হলেই আটকে যেতে পারে এই টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। সামান্য একটু ভুল বা গাফিলতির কারণেই আপনার প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে না পৌঁছাতে পারে।

আজ আমরা এই প্রতিবেদনে জানিয়ে দেব ঠিক কোন কোন কারণে আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে, কীভাবে ঘরে বসেই ই-কেওয়াইসি সম্পন্ন করবেন এবং আপনার মোবাইল নাম্বার আধারের সঙ্গে যদি যুক্ত না থাকলে কীভাবে করবেন সমস্ত তথ্য। 

পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা কারা পান?

২০১৯ সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের চালু করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে দেশের কৃষকদের প্রতি বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা বছরে তিনটি কিস্তিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে জমা পড়ে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু নিয়মকানুন মানতে হয়। নাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।

READ MORE:  Bus Conductor Job: প্রায় ৯০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার, কারা পাবেন চাকরি? বিজ্ঞপ্তি জারির পথে নবান্ন | Government Of West Bengal Will Recruit 885 Post

কোন কোন ক্ষেত্রে কিস্তি আটকে যেতে পারে?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, একাধিক কারণেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা আটকে যেতে পারে। যেমন-

  • যদি আপনি ই-কেওয়াইসি সম্পন্ন না করে থাকেন, তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। 
  • ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ বা অচল থাকলেও টাকা পাবেন না। 
  • স্কিমের সঙ্গে আধার নাম্বার যদি লিংক না করা থাকে, তাহলে টাকা তো পাবেনই না। 
  • যদি ভুল জমির তথ্য বা নথি জমা দেন, তাহলেও টাকা মিলবে না। 
  • যদি মোবাইল নাম্বার স্কিমে রেজিস্টার না করা থাকে, তাহলেও এই প্রকল্পের টাকা পাবেন না।
READ MORE:  500 Rs Note: সম্পূর্ণ অবৈধ ৫০০ টাকার এই নোট, জারি চূড়ান্ত সতর্কতা! আপনার কাছে আছে? | Fake 500 Rs Note

ঘরে বসে কীভাবে ই-কেওয়াইসি করবেন?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ই-কেওয়াইসি এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। হ্যাঁ, তাও মোবাইলের মাধ্যমেই হবে। শুধুমাত্র নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ( যান।
  • এবার স্কিনের বাম দিকে থাকা “e-KYC” অপশনে ক্লিক করুন। 
  • এবার “OTP Based E-KYC” অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর আপনার আধার নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।
  • নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে আসা ওটিপিটি ইনপুট করুন।
  • ওটিপি ভেরিফাই হয়ে গেলেই সম্পূর্ণ হয়ে যাবে আপনার ই-কেওয়াইসি। 

মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত না থাকলে কী করবেন?

যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে না থাকে, তাহলে অনলাইনেই এখন তা করা সম্ভব। শুধুমাত্র আপনি IVRS পদ্ধতিতে ফোন করিয়ে এই কাজ করতে পারবেন। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে টোল-ফ্রি নাম্বার ১৪৫৪৬-এ ফোন করুন। 
  • এরপর নাগরিকত্ব যাচাই করতে ১ চাপুন। 
  • এরপর আপনার ১২ ডিজিটের আধার নাম্বারটি ইনপুট করুন। যাচাইয়ের জন্য শেষ ৪ সংখ্যাও শোনানো হবে।
  • এরপর আপনার মোবাইল নাম্বার দিন। সেই নাম্বারে একটি ওটিপি আসবে।
  • এরপর ওটিপি প্রবেশ করালেই মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে আপনার আধার কার্ডের সঙ্গে। 
READ MORE:  ১৫ ফেব্রুয়ারির আগে এই কাজ করুন, নাহলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে

কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এক অন্যতম ভরসা। বিশেষ করে আর্থিক সংকটের মুখে এই প্রকল্প বিভিন্নভাবে সাহায্য করে। তাই ছোট্ট একটি ভুল করলেই এই টাকা আটকে যেতে পারে। তাই এখনই নিজের e-KYC সম্পন্ন করুন এবং এই ভুলগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব শীঘ্রই ২০ তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আশা করা হচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.