লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অনবদ্য ক্যামেরার সঙ্গে দুই নতুন স্মার্টফোন আনছে Oppo, দূরের ছবিও উঠবে ঝকঝকে

Updated on:

Oppo Find N5 ফেব্রুয়ারি মাসে চীনে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ওপ্পো ইতিমধ্যেই এই ফোল্ডেবল ফোনের ওয়্যারলেস চার্জিং, আইপি রেটিং, ডাইমেনশন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। এছাড়া, অন্যান্য সূত্র থেকে স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর এখন এক টিপস্টার Find N5-এর পাশাপাশি Find X8 Ultra-র পেরিস্কোপ ক্যামেরার ডিটেলস ফাঁস করেছে। উল্লেখ্য, দ্বিতীয় ফোনটি ফোল্ডেবল ডিভাইসটির পরে লঞ্চ হবে।

READ MORE:  শাওমি, ভিভোর পর এবার 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার স্মার্টফোন আনছে Vivo

Oppo Find N5 ও Find X8 Ultra টেলিফটো ম্যাক্রো ক্যামেরা অফার করবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। এর অর্থ হল, ডিভাইসগুলি লেন্সের সাহায্যে প্রকৃতির মতো বিষয়ের ক্লোজ-আপ শট নিতে পারবে। জানিয়ে রাখি, কাছের ছবি তোলার ক্ষমতা পূর্বসূরীর মডেলগুলির (পড়ুন Find N3 এবং Find N3 Ultra) ছিল না।

Find N5 ফোল্ডেবলের ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। আর Find X8 Ultra স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে — প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড, ৩x পেরিস্কোপ, এবং ৬x পেরিস্কোপ।

READ MORE:  Vivo T4 5G Launched: বাজারে কাঁপাতে লঞ্চ হল Vivo T4 5G, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ রয়েছে ৭৩০০mAh ব্যাটারি

প্রসঙ্গত, OPPO Find N5 চীনে লঞ্চ হওয়ার পর বিশ্ব বাজারে রি-ব্র্যান্ডেড হয়ে OnePlus Open 2 হিসেবে আত্মপ্রকাশ করবে। সুতরাং, ওয়ানপ্লাসের ফোল্ডেবল ফোনও একই ক্যামেরা বৈশিষ্ট্যের সাথে আসবে বলে আশা করা যায়। তবে Find X8 Ultra চীনের বাইরে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। অবগতির জন্য বলে রাখি, ভারতে চার বছর পর Find X সিরিজের নতুন মডেল লঞ্চ হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Oppo F29 Pro ও F29 Pro+ ফোনের দাম, ফিচার্স পাবেন চমৎকার | Oppo F29 Pro F29 Pro+ Launch Date

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.